কসবায় ৫৪০জন নিবন্ধিত জেলের মধ্যে সেলাই মেশিন বিতরণ

কসবা (ব্রা‏‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রা‏‏হ্মণবাড়িয়ার কসবায় বুধবার (৫ মে) দুপুরে ৫৪০জন নিবন্ধিত জেলের মধ্যে সেলাই মেশিন ও আনুসাঙ্গিক মালামাল আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়েছে। কসবা টি.আলী কলেজ মাঠে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
বৃহত্তর কুমিল্লা জেলার মৎস উন্নয়ন প্রকল্পের আওতায় কসবা উপজেলার নিবন্ধিত ৫৪০টি জন জেলের মধ্যে সেলাই মেশিন ও আনুসংগিক সামগ্রি বিতরণ করেন।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া, কসবা পৌর সভার মেয়র মো. এমরান উদ্দিন, কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান, কসবা উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন ফেরদৌসি রাখি, কসবা উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা খাতুন, কসবা উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহŸায়ক এম জি হাক্কানী, রুহুল আমিন ভূইয়া বকুল, কসবা টি.আলী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ. কে আজাদ, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবদুল হান্নান, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর ভূইয়া, কসবা উপজেলা যুবলীগ সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম, কসবা উপজেলা ছাত্রলীগ আহŸায়ক আফজাল হোসেন রিমন, যুগ্ম আহŸায়ক কাজী মানিক, আশরাফুল ইসলাম প্রমুখ।

এদিকে আইনমন্ত্রীর বিশেষ উদ্যোগে জরুরী ভিত্তিতে কসবা উপজেলা কৃষি অধিদপ্তরের মাধ্যমে ৫টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন প্রদান করা হয়।

Post Under