নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন চমক

নাসিরনগর,(ব্রাহ্মণবাড়িয়া) থেকে আজিজুর রহমান চৌধুরীঃ
নাসিরনগর উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সেটি স্বাস্থ্য সেবার এক নতুন দৃষ্টান্ত স্থাপন হতে যাচ্ছে। ৫০ শয্যা থেকে বৃদ্ধি পেয়ে ১০০ শয্যা হওয়ার সম্ভাবনার দ্বার প্রান্তে রয়েছে। এ ব্যাপারে নাসিরনগর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায় জানান, ব্রাহ্মণবাড়িয়া-১ (সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এম.পি’র প্রচেষ্টায় নাসিরনগরবাসীর স্বাস্থ্য সেবার জন্য এক দৃষ্টান্ত স্থাপন হতে যাচ্ছে।

আগামী ৬ সেপ্টেম্বর রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রতিনিধি টিম নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসছেন। স্বাস্থ্য সেবায় নাসিরনগর বাসীর জন্য প্রথম থেকেই স্থানীয় সাংসদ নিজস্ব অর্থায়নে ও ঐকান্তিক প্রচেষ্টায় নাসিরনগর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে এগিয়ে নিয়ে যাচ্ছেন। যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ICU ও Kidzone অসাধারণ স্বাস্থ্যসেবা ও সহায়ক শক্তি । দেশের ৪২১টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে নাসিরনগর স্বাস্থ্য কমপ্লেক্স ৬৯.১৬ পয়েন্ট পেয়েছে এবং রেংকে ৭৫ তম স্থানে রয়েছে। তিনি আরও জানান, ৫০ শয্যা বিশিষ্ট নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি বৃদ্ধি করে ১০০ শয্যা এবং গুনিয়াউক স্বাস্থ্য কমপ্লেক্সটি ১০ শয্যা থেকে বৃদ্ধি করে ২০ শয্যা করার প্রস্তাব পাঠানো হয়েছে। নাসিরনগর স্বাস্থ্য কমপ্লেক্সের বাহির থেকে যে টেষ্ট গুলো অনেক মূল্যে করা হত সে গুলো নাসিরনগর জনসাধারণ অল্পতেই উপকৃত হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মাসুক মিয়া (৪৫) এ প্রতিনিধিকে জানান, ফুল পুজারী ডাঃ অভিজিৎ রায় নাসিরনগর আসার পর পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে বিভাগীয় পর্যায়ে প্রথমে রয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বিভিন্ন প্রজাতির ফুলের চারা রোপণ করে ও শিশুদের খেলাধুলার ব্যবস্থা করে স্বাস্থ্য কমপ্লেক্সটিকে সৌন্দর্যের অপরূপ দ্বারপ্রান্তে উপনীত করেছেন, যা দেখলে মনে প্রশান্তির সৃষ্টি হয়।

Post Under