ব্রাহ্মণবাড়িয়ায় সারের ভর্তুকির টাকার চেক বিতরণ

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
কৃষি খাতকে শক্তিশালী করতে ডিলারদের মাধ্যমে ভর্তুকি দিয়ে সরকার কৃষককে সার প্রদান করছে। করোনার সময়েও সরকারের গোদামে পর্যাপ্ত সার মজুদ,বাজারে সারের কোন সঙ্কট নেই। কেউ সার নিয়ে গুজব ছড়িয়ে কৃত্রিম সঙ্কট সৃষ্টি-মূল্য বৃদ্ধির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যাবস্থ নেয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান সোমবার (২৯ জুন) সকালে সরকার ডিএপি সারের মূল্যহ্রাসের কারণে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন পর্যায়ের সার ডিলারদের মধ্যে মজুদ ডিএপি সারের পরিশোধযোগ্য ভর্তুকির টাকার চেক বিতরণ করার সময় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক রবিউল হক মজুমদার এতে সভাপতিত্ব করেন।এসময় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার, চেম্বার পরিচালক জাবেদুল ইসলাম সোহাগসহ সারের ডিলারগণ, উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলার ১৪৮ জন সার ডিলারের মধ্যে প্রায় এক কোটি টাকা বিতরণ করা হয়।

Post Under