কসবায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রা‏হ্মণবাড়িয়া কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত যথাযথ স্বাস্থ্য বিধি মেনে পালিত হয়েছে। উপজেলা প্রশাসন দিবসটি পালনে বিস্তারিত কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচীর মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপাধ্বনি মাধ্যমে দিবসটির সূচনা। স্থানীয় শহীদ মিনারে পু®পস্তবক অর্পন, সকাল পৌনে ৮টায় কসবা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি, স্কাউট, গার্লস গাইড, কিন্ডার গাটেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী ও অন্যান্য শিশু কিশোর সংগঠনের অংশ গ্রহণে সমাবেশ, কুচকাওয়াজ ও শরীর র্চচা প্রদর্শনী, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা। অনুষ্ঠানে কুচকাওয়াজ ও সালাম গ্রহণ করেন কসবা উপজেলা পরিষদ চেয়াম্যান এডভোকেট রাশেদুল কাউছার ভূইয়া, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম, কসবা থানা অফিসার ইনর্চাজ মোহাস্মদ আলমগীর ভূইয়া,

অনুষ্ঠানে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম এর সভাপতিতে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাউছার ভূইয়া, বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা আওয়ামীলীগ যুগ্ন আহবায়ক এম জি হাক্কানী, কাজী আজহারুল ইসলাম, কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, সহকারী কমিশনার (ভ‚মি) হাছিবা খাঁন, উপজেলা প্রকৌশলী এটিএম রবিউল আলম কসবা প্রেস ক্লাব সভাপতি মো: আব্দুল হান্নান, সাংবাদিক ছোলেমান খাঁন প্রমুখ। অনুষ্ঠানে ৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়।

Post Under