কুমিল্লায় র‌্যাবকে ঘুষ দিতে গিয়ে আইনজীবীসহ মহানগর যুবলীগ নেতা গ্রেপ্তার

এমদাদুল হক সোহাগ
কুমিল্লায় ইয়াবা ও বিয়ার সহ র‌্যাবের হাতে আটক চার মাদক ব্যবসায়ীকে ছাড়িয়ে নিতে এসে ঘুষের ২লাখ দুই হাজার টাকাসহ মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য বোরহান মাহমুদ কামরুল, আইনজীবী সমিতির সহসভাপতি মো: জহিরুল হক সহ ৬জনকে আটক করেছে র‌্যাব-১১। সোমবার রাতে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব-১১ সিপিসি ২ এর একটি দল।

আটক চার মাদক ব্যবসায়ী

র‌্যাব ১১ সিপিসি ২ এর অধিনাযক মেজর সাকিব জানান, সোমবার নগরীর নানুয়াদীঘি এলাকা সংলগ্ন দিগাম্বরীতলা এলাকার এল আর এপেক্স নামীয় নির্মানাধীন ভবন থেকে ৩০৫পিস ইয়াবা, ১২ক্যান বিয়ার, মাদক বিক্রির ৩৭ হাজার টাকা সহ চার মাদক ব্যবসায়ী কুমিল্লা কোতয়ালি থানার পুরাতন মৌলভীপাড়া গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে মোঃ শহিদুজ্জামান সজীব (২৮), কোতয়ালি থানার কাপ্তানবাজার আদালতপাড়া এলাকার আইনজীবী মোঃ জহিরুল হক এর ছেলে মোঃ জুবায়েরুল হক নিপু, কোতয়ালি থানার বজ্রপুর সার্কুলার রোডের মৃত আঃ জলিলের ছেলে মোঃ শাকিল বিন জলিল এবং বুড়িচং থানার জিয়াপুর গ্রামের মৃত আঃ জলিল ভূইয়ার ছেলে মোঃ আবুল হোসেন ভূইয়া । এই চারজনের মধ্যে সহিদুজ্জামান সজীব চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানায় র‌্যাব।

আটক মাদকদ্রব্য ও ঘুষের দুই লাল দুই হাজার টাকা

অভিযান শেষে আসামীদের কে র‌্যাব অফিসে নিয়ে আসলে গ্রেফতারকৃতদের ছাড়ানোর জন্য র‌্যাব কে উৎকোচ প্রদানের চেষ্টাকালে আরো ০৬ জন কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন কোতয়ালি থানার গোবিন্দপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে কুমিল্লা মহানগর যুবরীগের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মোঃ বোরহান মাহমুদ কামরুল (৪৭), কাপ্তানবাজার আদালতপাড়া এলাকার মৃত ইউনুছ মুন্সীর ছেলে জেলা আইনজীবী সমিতির সহসভাপতি মোঃ জহিরুল হক (৬৪), নগরীর বজ্রপুর মৌলভীপাড়া এলাকার আহমেদুল কবির এর ছেলে মোঃ ইফতেখারুল কবির (১৮), একই এলাকার মৃত ফরিদ আহমেদ এর ছেলে মোঃ ফয়েজ আহমেদ অপু (৪০), ছোটরা এলাকার মৃত আঃ বারেকের ছেলে মোঃ নিয়ামুল (৩০), ইলাসপুর এলাকার মোঃ আব্দুস সালাম এর ছেলে মোঃ আমজাদ হোসেন (৩৬)। এসময় তাদের কাছ থেকে উৎকোচ প্রদানের ২,০২,০০০/- (দুই লক্ষ দুই হাজার) টাকা উদ্ধার করা হয়।

মাদক সহ গ্রেপ্তার চার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে এবং ঘুষ প্রদানের চেষ্টায় আটক বোরহান মাহমুদ কামরুল, জহিরুল হক সহ ছয়জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে মামলা প্রক্রিয়াধীন বলে জানান র‌্যাব কমান্ডার।

Post Under