ব্রাহ্মণবাড়িয়ায় ‘মাদক সমস্যা, ভাবনা ও প্রতিরোধ’ বিষয়ক সেমিনার

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে মাদক সমস্যা, ভাবনা ও প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে জেলা মৎস্য অধিদপ্তরের হলরুমে এনজিওদের কেন্দ্রীয় সংগঠন ‘এডাব’ ব্রাহ্মণবাড়িয় জেলা শাখা আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) মো. আবু সাঈদ শামীম।

জেলা মৎস্য কর্মকর্তা তাজমহল বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আলমগীর হোসেন, এডাব কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান সমন্বয়কারী কাউসার আলম কনক, এডাব জেলা শাখার সভাপতি এস.এম শাহীন, আবু হোরায়রাহ। সেমিনারে মাদকের প্রভার রোধে পারিবারিক ও ধর্মীয় অনুশাসন বৃদ্ধির পাশাপাশি সামাজিক প্রতিরোধ এবং আইনের কঠোর প্রয়োগের উপর আলোকপাত করা হয়।

Post Under