সিডিসি’র ছাত্র নিহাদ চৌধুরী শোকসভা ও দোয়া মাহফিল

 

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

কসবা উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত সিডিসি স্কুলের ৫ম শ্রেণির ছাত্র নিহাদ চৌধুরীর অকাল মৃত্যুতে গতকাল ৯ সেপ্টেম্বর (বুধবার) স্কুল প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে শেকাসভা ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

স্কুলের প্রতিষ্ঠাতা মো. সোলেমান খানের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন, কসবা পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর আবু জাহের, কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, নিহাদের বাবা সোহেল চৌধুরী, বিদ্যালয়ের প্রধান সমন্বয়কারী তাছলিমা আক্তার কাকলী, সহ-প্রধান শিক্ষক সন্ধা রাণী সাহা, আমিনুল ইসলাম দুলাল। দোয়া পরিচালনা করেন কসবা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আবদুল হান্নান। শোকসভায় শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রীদের কান্নায় ভারী হয়ে উঠে বিদ্যালয় প্রাঙ্গণ। উল্লেখ্য গত ৬ সেপ্টেম্বর নিহাদ চৌধুরী কসবাস্থ খাড়পাড়া ভাড়া বাসায় জ্বর জনিত কারণে ইন্তেকাল করেন। পরদিন সোমবার কসবার রানিয়ারা গ্রামে তাদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

সভাপতির বক্তব্যে, মো. সোলেমান খান বলেন, নিহাদ চৌধুরীর অকাল মৃত্যুতে আমরা সবাই শোকাহত। সামন্য ফোঁড়া ও জ্বরে তাঁর আকষ্মিক মুত্যুতে আমরা সবাই হতবাক। কোনো মা-বাবারই এমন অকাল মৃত্যু কাম্য নয়। আমরা তাঁর শোকহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি ও এই শোক সইবার শক্তি যেন আল্লাহ তাদের দান করেন।

Post Under