এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
দুর্যোগ মোকাবেলা, অগ্নি প্রতিরোধ ও নির্বাপন, সড়ক, নৌ, রেল দুর্ঘটনা সহ নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বৃহষ্পতিবার (১৯ নভেম্বব)সকালে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে এ উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়।
আরো পড়ুনঃ
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ব্রহ্মণবাড়িয়ার উপ-সহকারি পরিচালক মো. মোস্তফা মোহসীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন, পৌর মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার। বক্তার এ সময় দুর্যোগ মোকাবেলা, অগ্নি প্রতিরোধ ও নির্বাপন, সড়ক, নৌ ও রেল দুর্ঘটনা সহ নিরাপদ বাংলাদেশ গড়ায় ফায়ার সার্ভিনের অবদানের কথা উল্লেখ করেন। পাশাপাশি ফায়ার সার্ভিসের উন্নয়নে বর্তমান সরকারের বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। পরে একটি যান্ত্রিক শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।