বিএনপি’র প্রবীণ নেতা হারুন আল রশিদ সস্ত্রীক নিলেন করোনার টিকা

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
অশীতিপর প্রবীণ বিএনপি নেতা হারুন আল রশিদ সস্ত্রীক নিলেন করোনাভাইরাসের টিকা। সোমবার (৮ মার্চ) দুপুর সাড়ে ১২টায় স্ত্রী ইয়াছমিন হারুনকে (৬৭) সঙ্গে নিয়ে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাভোকেট হারুন আল রশীদ (৮২) আড়াইশ’ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেন।
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসন থেকে ৫ বার নির্বাচিত সাবেক এই সংসদ সদস্য  ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং জাতীয় সংসদের হুইপ, চীফ হুইপ, রেডক্রিসেন্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। টিকা নেওয়ার পর হারুন আল রশীদ সাংবাদিকদের বলেন, তিনি খুব স্বাভাবিক মনে করছেন।কোনোরকম সমস্যা অনুভব করছেননা। বাকীটা আল্লাহর হাতে। আমার স্ত্রীও ভালো আছেন। হারুন আল রশিদের টিকা গ্রহনের সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোহাম্মদ শওকত হোসেন ও ব্রাহ্মণবাড়িয়া বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ আবু সায়ীদ।
সূত্র জানায়, গত ৭ ফেব্রুয়ারি থেকে জেলার সবক’টি উপজেলায় একযোগে টিকাদান কার্যক্রম শুরু হয়। শনিবার ৭ মার্চ পর্যন্ত জেলার সবক’টি টিকাদান কেন্দ্র থেকে ৩৮ হাজার ৯৩৬ জন টিকা নিয়েছেন। গত ২৯ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় আসে করোনাভাইরাসের এক লাখ ৮ হাজার ডোজ টিকা।
Post Under