শেখ মো. কামাল উদ্দিন।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসদরের কসবা মহিলা দাখিল মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট হযরত মাওলানা মোহাম্মদ গোলাম ছাদেক চৌধুরীর পিতা বিশিষ্ট সমাজসেবক, সাবেক শিক্ষক, ডা. মোহাম্মদ চান মিয়া চৌধুরী (৮২) ৭ জুলাই বুধবার দিবাগত রাতে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ী উত্তর চান্দলায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
৮ জুন বৃহস্পতিবার বাদ জোহর কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর চান্দলা হাফিজিয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়েছে।
মরহুম মাস্টার চান মিয়া চৌধুরীর জানাযায় অসংখ্য ওলামায়ে কেরামসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লীর সমাগম ঘটে।
জানাযা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, মুহাদ্দিস আবু নসর আশ্রাফী, আড়াবাড়ী কামিল মাদরাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা সাইদুর রহমান, উপাধ্যক্ষ মুফতি আমিনুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, অধ্যক্ষ কবির আহমেদ, অধ্যক্ষ মু. ইউনুস মিয়া, মাওলানা সাইফুল ইসলাম লোদী পীর সাহেব, মাওলানা আব্দুল কাইয়ুম মজুমদার, মাওলানা মো: আমির হোসেন, মাও: রফিকুল ইসলাম ভূইয়া. মাওলানা আশিকউল্লাহ, মাওলানা মাহবুবুল আলম, মাওলানা ওবায়দুল্লাহ প্রমুখ। তিনি একজন আদর্শ পিতা হিসেবে সন্তানাদিকে সুশিক্ষিত সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছেন। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসসির মাওলানা গোলাম কবির আজহারীর পিতা।
মাওলানা গোলাম ছাদেক চৌধুরীর ইমামতিতে নামাযে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। তিনি স্ত্রী, ৭ ছেলে, ৫ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর ইন্তেকালে আড়াইবাড়ী দরবার শরীফের পীরজাদা মোহাম্মদ গোলাম খাবীর সাঈদী ও মরহুম আল্লামা গোলাম সারোয়ার সাঈদী (র) এর বড় সাহেবজাদা হাফেজ শাফাকাত মো. গোলাম সোবহানী সাঈদী শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।