এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার তিতাসপাড়ে নির্মিত হলো ‘তিতাস’ শিশু পার্ক। শিশুদের বিনোদনের জন্য জেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত হয়েছে শিশু পার্কটি। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জেলা শহরের শিমরাইলকান্দি এলাকায় তিতাস নদীর তীরবর্তী স্থানে পার্কটির উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান।
নবনির্মিত শিশু পার্ক ‘তিতাস’ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও,পৌরমেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমূখ। পার্কটির উদ্বোধন শেষে র্শিশুদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এসময় উপস্থিত থাকা শিশু এবং তাদের অভিভাবকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো পার্কটি। প্রসঙ্গত, সরকারের ১৫ শতক খাস ভূমিতে শিশুদের জন্য এই পার্কটি নির্মিত হয়েছে।