চাঁদপুর শহরে বৃষ্টি যেনো অভিশাপ!

চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরে টানা বৃষ্টি আর জোয়ারের কারণে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন শহরবাসী।

শনিবার রাতভর বৃষ্টি হয়েছে। বৃষ্টি আর জোয়ারের পানিতে শহরের বিষ্ণুদী মাদরাসা রোড, নাজির পাড়া, প্রফেসরপাড়া, মমিনপাড়া, রহমতপুর কলোনী, চাঁদপুর সরকারি কলেজ রোড, মুক্তিযোদ্ধা সড়ক, ট্রাক রোড, পালবাজার, কালীবাড়িসহ শহরের নিচু এলাকাগুলো পানিতে তলিয়ে গেছে।
চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মো. শোয়েব জানান, চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় ৮১ মিলি মিটার বৃষ্টি হয়েছে। এর মধ্যে রোববার ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত ৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

শহরবাসী জানান, প্রতিবছর বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা দেখা দেয়। মূলতঃ পানি নিষ্কাশন ব্যবস্থা সঠিকভাবে কাজ না করা এবং অপরিকল্পিত খোঁড়াখুঁড়ির কারণে এই অবস্থার সৃষ্টি হচ্ছে।

Post Under