স্বাধীনতা

মুখের বুলিতে, বাহুবলে, আঁখির পলকে,
 স্বাধীনতা আমি তোমায় ভালোবাসি।
 বুকের তাজা রক্ত দিয়ে তোমায় ছিনিয়ে আনতে রাজি,
স্বাধীনতা আমি তোমায় ভালোবাসি।
দেশের সাজে মায়ের মুখের বুলিতে,
স্বাধীনতা আমি তোমায় ভালোবাসি।
 লেখকের কলমের কালিতে দাগকাটা,
স্বাধীনতা আমি তোমায় ভালোবাসি।
উদিত আলোর রঙিন সাজে স্বপ্ন দেখে,
স্বাধীনতা আমি তোমায় ভালোবাসি।
 মায়ের কোলে শিশুর কান্নার ধ্বনি,
স্বাধীনতা আমি তোমায় ভালোবাসি।
 রাখালী বাঁশির সুরে আওয়াজ তুলে,
স্বাধীনতা আমি তোমায় ভালোবাসি।
 ভোরের পাখি ডেকে ডেকে বলে  রোজ সকাল,
স্বাধীনতা আমি তোমায়
ভালোবাসি।
খাঁচার সিংহের গর্জন হুংকারের ধ্বনি,
স্বাধীনতা আমি তোমায় ভালোবাসি।
 রাজ প্রসাদ আর বন্ধ রঙ্গিল জীবন নয়,
একাত্তরের তাজা রক্তের বন্যার ঢেউয়ের বুলি,
স্বাধীনতা আমি তোমায় ভালোবাসি।
একাত্তরের মা বোনের সম্ভ্রম বিসর্জনের কালো দাগ,
স্বাধীনতা আমি তোমায় ভালোবাসি।
 ভিটেছাড়া স্বজনহারা অশ্রুঝরা শব্দ,
স্বাধীনতা আমি তোমায় ভালোবাসি
 দেশের মাটিতে মাথা উঁচু করে চিৎকার করে বলি,
স্বাধীনতা আমি তোমায় ভালোবাসি।
 বাংলার মাটি, বাংলার জল, বাংলার আকাশ-বাতাস এক জোটে মিছিলের আহ্বান,
স্বাধীনতা আমি তোমায় ভালোবাসি।
ঐক্যের শক্ত বাহুতে বুকভরা সাহস নিয়ে উচ্চ ধ্বনিতে  অর্জিত  তুমি স্বাধীনতা,
 তাই,স্বাধীনতা আমি তোমায় ভালোবাসি।
লেখক: মমিনুল হক সুজন

 

Post Under